advertisement
আপনি দেখছেন

বিশ্ব ক্রিয়াঙ্গনে ফুটবলের পর এবার ক্রিকেটেও পড়লো করোভাইরাসের প্রভাব। আগামীকাল মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পূর্বনির্ধারিত বৈঠক। করোনা আতঙ্কে সেটি আপাতত বাতিল করা হয়েছে।

acc logo

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই মিটিংয়েই চূড়ান্ত হওয়ার কথা ছিল আসন্ন এশিয়া কাপের ভেন্যু। কিন্তু করোনা আতঙ্কে দুবাইয়ে যেতে রাজি হননি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ফলে বৈঠকটি বাতিল করতে বাধ্য হয় এশিয়ান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

পিটিআই সূত্রে আরো জানা যায়, এসিসির সদস্যভুক্ত আরো কয়েকটি দেশের কর্মকর্তারাও এই মুহূর্তে দুবাই সফরে যেতে আপত্তি জানায়। এদিকে, বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আগেই দুবাই পৌঁছে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

বৈঠকটি আপাতত বাতিল করা হলেও তা চলতি মাসের শেষ সপ্তাহে ফের অনুষ্ঠিত হতে পারে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়।

এর আগে করোনা আতঙ্কে ইতালির জনপ্রিয় ফুটবল লিগ সিরি আর বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে খেলতে আপত্তি জানায় ভারত। ফলে ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

sheikh mujib 2020