নিজ থেকেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা। আগামীকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই ইতি টানছেন গত একদশক ধরে বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দেয়া এই সফল অধিনায়ক।
আজ বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিলেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক। তবে এখনই ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না তিনি। আরো কিছুদিন নিয়মিত ক্রিকেট খেলে যেতে চান।