advertisement
আপনি দেখছেন

পুরো বিশ্বে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেটির প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। এর আগে ইউরোপিয়ান ফুটবলে অনেক ম্যাচ স্থগিত করা হয়েছে। হ্যান্ডশেক বন্ধ ছিল বেশকিছু ম্যাচে। করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে ক্রিকেটেও। তবে এতে ভয় নেই অজিদের!

1australia

অস্ট্রেলিয়া দল ঘোষণা দিয়েছে, তাদের খেলোয়াড়দের হ্যান্ডশেক না করার পরিকল্পনা নেই। মার্চের ১৩ তারিখ থেকে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজে যথারীতি প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনই করবেন তারা।

তাসমান সাগরের পাড়ের দুই প্রতিবেশীর লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘না, আমরা অন্যদের মতো বিকল্প উপায় খুঁজছি না। আমরা যথারীতি হ্যান্ডশেক চালিয়ে যাব। আমাদের যথেষ্ট হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। ফলে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা হবে বলে মনে হয় না।’

এখন দেখার বিষয়, অজিদের পথে হাঁটেন কিনা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

প্রসঙ্গত, করোনাভাইরাস ভীতিতে খেলতে নামার আগে সৌজন্যমূলক হ্যান্ডশেক করা বাদ দিয়েছে বেশ কিছু ফুটবল দল ও ক্লাব। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লীগেও দেখা গেছে ফুটবলারদের হ্যান্ডশেক না করতে।