advertisement
আপনি দেখছেন

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে এবার স্থগিত করা হলো স্বাগতিক শ্রীলঙ্কা বনাম সফরকারী ইংল্যান্ডের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশীপের দুটি ম্যাচ। আগামী ১৯ মার্চ গল টেস্টের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল এই সিরিজ।

srilanka eng test

আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তারা জানায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে আসন্ন সিরিজকে সামনে রেখে গত ৩ মার্চ শ্রীলঙ্কার মাটিতে পা রাখে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। ইতোমধ্যে তারা একটি চারদিনের প্রস্তুতি ম্যাচও খেলেছে।

করোনা পরিস্থিতি নিয়স্ত্রণে আসার পর দুই দলের ফাঁকা সূচি দেখে সিরিজের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।

অন্যদিকে খুব শিগগিরই শ্রীলঙ্কা সফররত ইংল্যান্ড ক্রিকেট দলকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ইসিবির এক কর্মকর্তা। তিনি বলেন, করোনাকে মহামারি ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে খেলা চালিয়ে খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঝুঁকিতে ফেলা উচিত হবে না।