advertisement
আপনি দেখছেন

আজ সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কিউই পেসার লুুকি ফার্গুসন। এর পরই করোনা আক্রান্ত সন্দেহে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর ফলে ঝুঁকির মধ্যে পড়েছেন দুই দলের সব খেলোয়াড়।

nz luci farguson

স্থানীয় হাসপাতালে নেয়ার পর তার পরীক্ষা করা হয়েছে। আগামীকাল জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কি না। যদি করোনায় পজিটিভ হন তাহলে ম্যাচ খেলা দুই দলের সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। ফলে সিরিজের বাকি দুই ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ফলাফল নেগেটিভ আসে তাহলে ফের দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এদিকে, কোয়ারেন্টাইনে থাকা অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসনের করোনার ফলাফল নেগেটিভ এসেছে। ইতোমধ্যে তিনি দলের সঙ্গেও যোগ দিয়েছেন। ফলে সিরিজের বাকি দুই ম্যাচ তিনি খেলতে পারবেন।

aus odi team

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনার উপসর্গ দেখা দিলে তাকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, আজ শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। করোনার সংক্রমণ এড়াতে এই ম্যাচে দর্শকশূন্য ছিল পুরো স্টেডিয়াম।

sheikh mujib 2020