advertisement
আপনি দেখছেন

অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার নিজের মাথা মুড়িয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে চ্যালেঞ্জ দিয়েছেন। পাশাপাশি করোনাভাইরাসের বিরুদ্ধে আক্রান্তদের সুস্থ করে তুলতে যেসব মেডিকেল স্টাফ লড়ছেন তাদের প্রতি সম্মানও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার এই অভিনব উদ্যোগ নেন।

australian batsman david warnerঅস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার

সিডনি মর্নিং হেরাল্ডের খবর বলছে, ওয়ার্নার কোহলির মতো একই চ্যালেঞ্জ দিয়েছেন তার সতীর্থ স্টিউ স্মিথকে।

ওয়ার্নার ইনস্টাগ্রামে তার ন্যাড়া হওয়ার ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘যারা কোভিড-১৯-এর বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন তাদের সমর্থনে আমার মাথা ন্যাড়া হওয়ার জন্য নমিনেট করা হয়েছিল। আমার মনে হয়, অভিষেকে শেষ করেছিলাম, মনে পড়ছে আমি আবার করলাম। পছন্দ হোক আর না হোক।'

খবর বলছে, করোনাভাইরাসের মহামারিতে অস্ট্রেলিয়ায় মৃত্যু হয়েছে ১৯ জনের। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এ পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে মরণাঘাতী এ ভাইরাসটি। এতে এখন পর্যন্ত ৮ লাখ ৫ হাজার ৪০৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৯ হাজার ৫৫১ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪৬৩ জন।