advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে গোটা দুনিয়া। ভারত আছে তিন সপ্তাহের লকডাউনে। স্বাভাবিকভাবেই আইপিএলসহ সব ধরনের খেলাধুলা স্থগিত আছে দেশটিতে। ঘরে বসে অলস সময় পার করছেন ক্রিকেটাররা। এই সময়টা তারা কাজে লাগাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

rohit sharma 2019 1

মহামারি মোকাবেলায় একে একে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন তারা। পাশাপাশি ক্রিকেট নিয়েও আলোচনা করছেন ক্রিকেটাররা। সেই প্রক্রিয়ায় যুক্ত হয়ে বৃহস্পতিবার রাতে লাইভে আসেন রোহিত শর্মা।

এখানে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন একজন ভক্ত। লাইভে হিন্দি ভাষায় কথা না বলে রোহিতকে ইংরেজিতে কথা বলার পরামর্শ দেন ওই সমর্থক। উত্তরে কড়া ভাষায় রোহিত বলেছেন, ‘আমরা ভারতীয়। আমি শুধু হিন্দিতেই কথা বলব। আমি এখন ঘরে আছি। আমি তখনই ইংরেজিতে কথা বলব যখন টিভি সাক্ষাৎকার দেব।’

ইনস্টাগ্রামে লাইভ সেশনে রোহিতের সঙ্গী ছিলেন জাস্প্রিত বুমরাহ। পরে তাদের সঙ্গে এসে যুক্ত হন ভারতীয় স্পিনার যুজভেন্দ্র চাহাল। আইপিএল নিয়ে নিজেদের মধ্যে হিন্দিতে আলোচনা করেন তারা। সেখানেই ঘরে বসে ইংরেজির প্রতি অনীহা দেখান রোহিত। পরে তাকে সমর্থন দেন বুমরাহ-চাহাল।