ধৈর্য্যের বাঁধ বোধহয় এতোক্ষণে ভেঙে গেছে আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদের। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে একবার কিংবা দুইবার নয়- সিরিজের দ্বিতীয় ওয়ানডে পেছালো চতুর্থবারের মতো।
আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের পরবর্তী সময় নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার ১৮ জানুয়ারি। তবে করোনার যা অবস্থা, তাতে শেষ পর্যন্ত ম্যাচিটি মাঠে গড়ায় কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল গত ১০ জানুয়ারি। কিন্তু আমিরাতের চার জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন পর্যন্ত চারবার সূচি বদল করতে হয়েছে।
সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়িয়েছিলো গত ৮ জানুয়ারি। ম্যাচটিতে জোড়া সেঞ্চুরিতে বড় জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। এ জয়ে তাদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। তবে তা বাস্তবে পরিণত হতে হলে শুধু ভালো পারফর্ম করলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকেও।