advertisement
আপনি দেখছেন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। আজকের ম্যাচ খেলতে নেমে মাইলফলক স্পর্শ করে ফেললেন তামিম ইকবাল। হোম ভেন্যুতে বনে গেলেন ৫০০ রান সংগ্রহকারী প্রথম ব্যাটসম্যান।

tamim iqbal newতামিম ইকবাল

শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিমের সংগ্রহ ছিল ৪৯৭ রান। আলজারি জোসেফের করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে সাগরিকায় প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন ৫০০ রানের মাইলফলক।

ঘরের মাঠে তামিমের মাইলফলক স্পর্শের দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই জোসেফের শিকার হয়ে ফেরেন লিটন কুমার দাস। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনে নামা বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এরপর সাকিব আল হাসানকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক।

bangladesh cricketer 01 2021

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়েই তামিমের কাঁধে অধিনায়কত্বের ভার ওঠে। প্রথম দুই ম্যাচ জেতায় শুরুতেই দুর্দান্ত চট্টলার এই ক্রিকেটার। এখন তার সামনে হাতছানি দিচ্ছে ক্যারিবীয়দের ধবল ধোলাই করার সুযোগ।

sheikh mujib 2020