ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে বোলারদের র্যাঙ্কিংয়ের ১৩তম স্থানে ছিলেন মেহেদি হাসান মিরাজ। এরপর সর্বশেষ খেলা তিন ম্যাচে করেন দুর্দান্ত পারফর্ম। তুলে নেন ৭ উইকেট। তাতেই লম্বা লাফ দিয়ে ক্যারিয়ারসেরা চার নম্বরে চলে এলেন খুলনার এই অফ স্পিনিং অলরাউন্ডার।
মেহেদি হাসান মিরাজ
আইসিসি প্রকাশিত সর্বশেষ বোলারদের র্যাঙ্কিংয়ে মিরাজের সংগ্রহ ৬৯৪ রেটিং পয়েন্ট। ৬৫৮ রেটিং নিয়ে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আছেন তালিকার আট নম্বরে। শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ডের তারকা বোলার ট্রেন্ট বোল্ট (৭২২ রেটিং পয়েন্ট)।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন মুজিব উর রহমান (৭০৮ রেটিং পয়েন্ট) এবং জাসপ্রিত বুমরাহ (৭০০ রেটিং পয়েন্ট)। সেরা দশের বাকিরা হলেন ক্রিজ ওকস, কাগিসো রাবাদা, জস হ্যাজলউড, মোহাম্মদ আমির এবং প্যাট কামিন্স।
যথারীতি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়কের সংগ্রহ ৪২০ রেটিং পয়েন্ট। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এরপরের স্থান দুটি ক্রিজ ওকস এবং বেন স্টোকসের দখলে।
আইসিসি প্রকাশিত ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকা:
১. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): ৭২২ পয়েন্ট
২. মুজিব উর রহমান (আফগানিস্তান): ৭০৮ পয়েন্ট
৩. জাসপ্রিত বুমরাহ (ভারত): ৭০০ পয়েন্ট
৪. মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ): ৬৯৪ পয়েন্ট
৫. ক্রিস ওকস (ইংল্যান্ড): ৬৭৫ পয়েন্ট
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা): ৬৬৫ পয়েন্ট
৭. জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া): ৬৬০ পয়েন্ট
৮. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): ৬৫৮ পয়েন্ট
৯. মোহাম্মদ আমির (পাকিস্তান): ৬৪৮ পয়েন্ট
১০. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া): ৬৪৬ পয়েন্ট