বুকের ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। আজ বুধবার তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সৌরভ গাঙ্গুলী
এ নিয়ে এক মাসের ব্যবধানে দু'বার হাসপাতালে ভর্তি হতে হলো প্রিন্স অব কলকাতাকে। এর আগে চলতি মাসের শুরুর দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় তার মৃদু হার্ট অ্যাটাক হয়েছিল।
একটি স্টেন পরানোর পর কয়েকদিন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এরপর নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন। তিনটি করোনারি ধমনিতে ব্লক ধরা সৌরভের।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার রাতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। বিকেল থেকে বুকে ব্যথাও অনুভব করেন। আজ দুপুরে ব্যথা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবুও আরো কয়েকদিন তাকে হাসপাতালেই রাখতে চান পরিবারের সদস্য ও চিকিৎসকরা। আরো একটি স্টেন পরানো হতে পারে।