advertisement
আপনি দেখছেন

স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বিয়র্ন ফরটুইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ফরটু্ইন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

bjorn fortuinইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বিয়র্ন ফরটুইন

ফরটুইন জানান, স্ত্রীর কথাতে নয়, নিজের ইচ্ছাতেই ইসলাম গ্রহণ করেছেন তিনি। ধর্মের পাশাপাশি নিজের নামও বদলেছেন। এখন থেকে ‘ইমাদ’ নামেই পরিচিত হবেন এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনার।

ইসলাম ধর্ম গ্রহণ করায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরটুইনকে অভিনন্দন জানিয়েছেন তার বন্ধুরা। সেসবের কিছু স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি।

একটা ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম লেখা, ‘ফরটুইন গতকাল রাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, রমজান মাসে এমন ঘটনা ঘটলো। সে তার নাম রেখেছে ইমাদ। তাকে নিয়ে এখন আমার গর্ব হচ্ছে।’

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় ফরটুইনের। এরপর এখন পর্যন্ত দেশের হয়ে এক ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি খেলেছন। ২৬ বছর বয়সী এই বাঁহাতি ক্রিকেটারের শিকার মোট ৬ উইকেট।