advertisement
আপনি দেখছেন

পাল্লেকেল্লে টেস্টের পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৭ রানেই সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় সফরকারীরা।

outstanding record for tamimতামিম ইকবাল

শুরুতে দুই ব্যাটসম্যানকে হারালেও দমে যাননি তামিম। ব্যাট চালান ওয়ানডে মেজাজে। ফিফটি তুলে নেন ৫৬ বলে। এই বাঁহাতির ফিফটি হওয়ার সময় বাংলাদেশের দলীয় রান ছিলো ৫২। তাতেই দলীয় এবং ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ হওয়ার সময় সবচেয়ে কম রানের ব্যবধানের ‘অবিশ্বাস্য’ রেকর্ড গড়লেন তামিম।

এই রেকর্ডটি এতোদিন ছিল জন জেমস লায়েন্সের দখলে। ১৮৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দলীয় ৫৫ রানের সময় ফিফটির দেখা পেয়েছিলেন এই অজি ব্যাটসম্যান।

লায়ন্সের রেকর্ডে ভাগ আছে ক্রিস গেইলেরও। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দলীয় ৫৫ রানে অর্ধশতক হাঁকিয়েছিলেন এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং দানব।