advertisement
আপনি দেখছেন

বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। ঝড়ো গতির সাথে দুর্দান্ত লাইন-লেন্থ এবং ইয়র্কার থাকায় তার বল মোকাবেলা করা সব ব্যাটসম্যানদের জন্যই কঠিন। নিজের এমন উন্নতির জন্য বুমরাহ কৃতিত্ব দিলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ডকে।

jasprit bumrah 1

ছোট থেকেই বন্ডের বোলিং পছন্দ করতেন বুমরাহ। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক হয়ে আসেন বন্ড। সেই সুবাদে তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন ভারতের অদ্ভুদ অ্যাকশনধারী এই বোলার।

গণমাধ্যমকে বুমরাহ বলেন, ‘বন্ডের সাথে আমার প্রথম আলাপ হয় ২০১৫ সালে। ছোট থেকেই আমি ওর বোলিং দেখতাম। মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হয়ে আসার পর বন্ডের পরামর্শ মেনে কাজ করতে থাকি। ফলও পেতে শুরু করি।’

বুমরাহ জানালেন, মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা না থাকলেও বন্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা না থাকলেও বন্ডের সাথে কথা বলি। অনেক কিছু শিখি ওর কাছ থেকে। সেটাই পরবর্তীতে বোলিংয়ে প্রয়োগ করার চেষ্টা করি। আমার এই পর্যায়ে আসার পেছনে বন্ডের কৃতিত্ব কম নয়।’