advertisement
আপনি দেখছেন

বার্মিংহামের এজবাস্টনে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। যথারীতি এই ম্যাচেও খেলতে নেমেছেন জেমস অ্যান্ডারসন। তাতেই ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ১৬২ টেস্ট খেলার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার।

james andersonজেমস অ্যান্ডারসন

এতদিন রেকর্ডটি অ্যালিস্টার কুকের দখলে ছিল। সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান ইংল্যান্ডের জার্সিতে ১৬১ টেস্ট খেলেছেন। তৃতীয় স্থানে আছেন স্টুয়ার্ট ব্রড। দেশের হয়ে এখন পর্যন্ত ১৪৮টি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন এই তারকা বোলার।

অ্যান্ডারসনের ইতিহাস গড়ার দিনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এর আগে লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্ট ড্র হয়েছিল। তাই এই ম্যাচ দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ।

কনুইয়ের চোট বেড়ে যাওয়ায় এই টেস্টে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই মাঠে নেমেছে নিউজিল্যান্ড। তাই স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। এছাড়া তর্জনী কেটে যাওয়ায় একাদশে নেই বাঁহাতি অর্থোডক্স স্পিনার মিচেল সান্টনার।