advertisement
আপনি দেখছেন

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে গতকাল শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল আবুধাবিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। তবে আজ ম্যাচের সময় এগিয়ে এনেছে আইসিসি।

bangladesh vs ireland matchবাংলাদেশ ও আয়ারল্যান্ড ম্যাচ, ফাইল ছবি

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায় এবং আবুধাবির সময় সন্ধ্যা ৬টায়। আইসিসির নতুন সূচি অনুযায়ী কাল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। এবং স্থানীয় সময় সকাল ১০টায়। বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার। আইসিসির সূচিতেও সময় পরিবর্তনের বিষয়টি দেখা গেছে।

মাহমুদউল্লাহদের ওমানে ফেরার ফ্লাইটের সময়ের কারণেই ম্যাচটা এগিয়ে আনা হয়েছে। কারণ বৃহস্পতিবার ম্যাচটি খেলে রাতে ওমানে ফিরে যাবে টাইগাররা। দুবাই হয়ে বাংলাদেশ সময় রাত ১১টায় মাসকাটের উদ্দেশ্যে উড়াল দেবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

bcb logo 1বিসিবি লোগো

ওমানেই বিশ্বকাপের প্রথম রাউন্ডে সবকটি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ বাহিনী। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে শামিল হবে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে টাইগাররা। প্রথম রাউন্ড পার হতে পারলেই বিশ্বকাপের মূল পর্ব সুপার-১২ এ উন্নীত হবে বাংলাদেশ।