advertisement
আপনি দেখছেন

স্কটল্যান্ডের ক্রিকেটারদের বিজয় উদযাপনের আওয়াজের কারণে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে সমস্যায় পড়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য বাংলাদেশ দলকে খোঁচা মেরে দুঃখপ্রকাশ করেছে স্কটিশ ক্রিকেট বোর্ড।

mahmudullah riad sad 2মাহমুদউল্লাহ রিয়াদ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। অপ্রত্যাশিত হারের পর সংবাদ সম্মেলনে এমনিতেই মন খারাপ করে বসেছিলেন রিয়াদ। ঠিক সেই সময় পাশেই জয়োল্লাসে ব্যস্ত ছিল স্কটল্যান্ডের ক্রিকেটাররা। তাদের উচ্চ আওয়াজের কারণে কয়েক সেকেন্ড কথা বলা বন্ধ রাখেন টাইগার দলপতি।

সাংবাদিক সম্মেলনে রিয়াদের থেমে যাওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে ভিডিও নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে ক্যাপশনে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড লেখেছে, ‘দুঃখিত, এর পর থেকে আমরা উদযাপনের সময় আওয়াজ কম করব।’

স্কটল্যান্ডের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে আয়োজকদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের সামনে।