advertisement
আপনি দেখছেন

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মমনিুল হক সৌরভের দলের মোকাবেলা করবে পাকিস্তান। এজন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী দল।

pakistan test team 2১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। সে ধারা অব্যাহত রাখতে টেস্টেও শক্তিশালী স্কোয়াড নিয়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারা। অধিনায়ক বাবর আজমের পাশাপাশি দলে আছেন মোহাম্মদ রিজওয়ান, আবিদ আলি, ফাওয়াদ আলমের মতো দারুণ সব ব্যাটসম্যানরা। 

বোলিং লাইনেও দুর্দান্ত পাকিস্তান। তরুণ পেসার নাসিম শাহ জায়গা না পেলেও শাহিন শাহ আফ্রিদি, হাসান আলিদের সাথে অতিথিদের বোলিং ইউনিটের প্রতিনিধিত্ব করবেন ৩৫ বছর বয়সী স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার নোমান আলি।

প্রথম টেস্টের জন্য পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, ইমাম উল হক, নোমান আলি, সাজিদ খান ও শাহিনন শাহ আফ্রিদি।