advertisement
আপনি পড়ছেন

ছেলে জ্যাকসনকে নিয়ে মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়েছেন শেন ওয়ার্ন। এই সময় ১৫ ফিট দূরে ছিটকে যান অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি লেগ স্পিনার। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় প্রচারমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।

shane warne 2শেন ওয়ার্ন

গুরুতর কোনো ক্ষতি হয়নি ওয়ার্ন এবং জ্যাকসনের। এরপরও তাদের দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ব্যথা বেড়েছে ওয়ার্নের। জানা গেছে, ব্যথায় কাতরাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের দল রাজস্থান রয়্যালসের সাবেক এই অধিনায়ককে।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওয়ার্ন বলেন, ‘আমি মোটরবাইক চালাতে গিয়েছিলাম। চালানো শেষে বাইকটা একটা ছাউনিতে রাখতে যাই। তবে ফ্যাক্টরির গেটের মধ্যে ঢুকেই একটি ঢালু যায়গায় মোড় নিতে গিয়ে পড়ে গেছি।’

আগামী ৮ ডিসেম্বর ব্রিজবেনে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ধারাভাষ্য দেওয়ার কথা আছে ওয়ার্নের। ব্যথা থাকার পরও নিজের দায়িত্ব পালন করতে বেশ আশাবাদী সাবেক অজি ক্রিকেটার, ‘আমি কোমরের নিচে আঘাত পেয়েছি। ৩০০ কেজি ওজনের বাইকটা আমার অ্যাঙ্কেলের ওপর এসে পড়েছে। ভেবেছিলাম তেমন কিছু হয়নি। কিন্তু পরদিন ঘুম থেকে উঠে ব্যথায় নড়তে পারছিলাম না।’