advertisement
আপনি পড়ছেন

প্রথমবার বিপিএল খেলতে এসেছেন ফাফ ডু প্লেসিস। দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। গত কয়েকদিন ধরেই কুমিল্লার সঙ্গে অনুশীলন করছেন ডু প্লেসিস। বিপিএল খেলতে এসে ঢাকায় দারুণ উপভোগ করছেন তিনি।

faf du plessis 1ফাফ ডু প্লেসিস, ফাইল ছবি

বাংলা শব্দ না শিখলেও বাংলাদেশের খাবারে মজেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। বিশেষ করে বিরিয়ানি ও পেয়ারা ভর্তা দারুণ লেগেছে তার। গত কয়েকদিনে বাংলা শব্দ শিখেছেন কিনা জানতে চাইলে শুক্রবার ডু প্লেসিস বলেছেন, ‘কোনো বাংলা শব্দ (শিখিনি)। এখন আমি স্থানীয় খাবার খেতে চেষ্টা করছি। গতকাল (বৃহস্পতিবার) দারুণ বিরিয়ানি খেয়েছি। আমি দেখেছি কেউ একজন কাঁচা মরিচ, লেবু দিয়ে পেয়ারা বানিয়েছে, এটা খুব ভালো লেগেছে।’

বিপিএল খেলার পরিকল্পনা সবসময় ছিল জানিয়ে ডু প্লেসিস বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই এখানে আসার চেষ্টা করছিলাম আমি। শেষবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার কারণে ছাড়পত্র পাইনি। গত দুই বছর তো করোনা ছিল। আমি সবসময় বাংলাদেশে খেলাটা উপভোগ করেছি। আমি যতটা সম্ভব টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে চাই বিশ্বজুড়ে।’

comilla victoriansকুমিল্লা ভিক্টোরিয়ান্স

কুমিল্লার হয়ে ট্রফি জিততে চান ডু প্লেসিস। তিনি বলেন, ‘আপনি অবশ্যই সফল একটা ফ্র্যাঞ্চাইজে যেতে চাইবেন। ট্রফি জেতা একটা বড় বিষয়, যে কারণে আমরা খেলাটা খেলি। আমার অভিজ্ঞতা আমি এখানে অনেকের সঙ্গে ভাগাভাগি করেছি ব্যাটিং ও অধিনায়কত্বের দিক থেকে। যতটা সম্ভব তাদেরকে সহযোগিতা করতে চাই।’