পাকিস্তান সুপার লিগ, পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ২৭ জানুয়ারি। তার আগেই করোনা হানা দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট আটজন। টুর্নামেন্টের ডিরেক্টর সালমান নাসের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এক সপ্তাহ পর শুরু হচ্ছে পিএসএলের এবারের আসর
পিএসএলকে সামনে রেখে গত বৃহস্পতিবার থেকে হোটেলে উঠতে শুরু করেছেন ক্রিকেটাররা। তার আগে করা প্রথম দফা কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন তিন ক্রিকেটার ও পাঁচ সাপোর্ট স্টাফ। বর্তমানে তারা প্রত্যেকেই কোয়ারেন্টাইনে আছেন। পরবর্তী দুবার নেগেটিভ আসলেই কেবল দলের সাথে যোগ দিতে পারবেন তারা।
এবারের পিসিএলের অংশগ্রহণকারী খেলোয়াড়, স্টাফ, কোচ, কর্মকর্তাদের ১৭ ধাপে করোনা পরীক্ষা করা হবে। গত ১৪ জানুয়ারি থেকে করোনা পরীক্ষায় অংশ নিচ্ছেন সংশ্লিষ্ট হোটেল স্টাফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির কর্মকর্তারা। সবমিলিয়ে এখন পর্যন্ত ১০ জন কর্মকর্তা পজিটিভ হয়েছেন।
পিসিএলের সঙ্গে জড়িত সবাইকে তিনদিনের বাধ্যমূলক কোয়ান্টোইন পালন করতে হবে। তার আগে সবাইকে দুই দফা কোভিড টেস্টে নেগেটিভ হতে হবে। আগামী ২৪ জানুয়ারি থেকে নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করতে পারবে দলগুলো।