advertisement
আপনি পড়ছেন

ওটিস গিবসন চলে যাওয়ার পর নতুন বোলিং কোচ খুঁজছে বিসিবি। গুঞ্জন উঠেছে শ্রীলঙ্কার কিংবদন্তি চামিন্দা ভাসের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এর সত্যতা নিশ্চিত করেছেন।

chaminda vaas 1চামিন্দা ভাস, ফাইল ছবি

তিনি বলেছেন, নতুন বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভাস। যেই নিয়োগ হোক না কেন, তার সঙ্গে ২ বছরের চুক্তি হবে। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগেই দেখা যেতে পারে নতুন বোলিং কোচ।

মিরপুর স্টেডিয়ামে জালাল ইউনুস আজ বলেছেন, ‘বোলিং কোচ খোঁজা হচ্ছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় ৩-৪টা নাম আছে। এখনও চূড়ান্ত হয়নি। আশা করি, আফগানিস্তান সিরিজের আগে চূড়ান্ত করে ফেলতে পারব।’

chaminda vaasচামিন্দা ভাস, ফাইল ছবি

এদিকে, বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অস্ট্রেলিয়ান বোলিং কোচ শন টেইটও আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজদের বোলিং কোচ হতে। চামিন্দা ভাস সংক্ষিপ্ত তালিকায় আছেন জানিয়ে বিসিবির এ পরিচালক বলেন, ‘হ্যাঁ, মিডিয়াতে আমি শুনেছি। টেইট তো আগেই বলেছে সে আগ্রহী। ভাসও আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে।’

অন্তত দুই বছরের চুক্তি করা হবে নতুন কোচের সঙ্গে। জালাল ইউনুস বলেন, ‘কোনো কোচকেই আমরা দুই বছরের কম সময় দেইনি। দুই বছর অবশ্যই লম্বা সময়। ওটিস গিবসনও দুই বছরের চুক্তিতে ছিল। যাকেই দিব দুই বছরের চুক্তিতে দায়িত্ব দিব। বেশিরভাগ কোচ এখন আইপিএলে বা অন্য লিগে কাজ করে। আমরা আলাপ-আলোচনা করছি- বছরে কতদিন কাজ করবে সেই চুক্তিতে যাব নাকি ফুল টাইম। কেউ ফুল টাইম কাজ করতে পারলে অবশ্যই ফুল টাইমের জন্য নিয়োগ দিব।’