গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফর থেকে ইনজুরি নিয়ে ফিরেছিলেন হাসান মাহমুদ। তারপর প্রায় এক বছর গড়িয়ে গেছে, কিন্তু ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি দেশের প্রতিশ্রুতিশীল এই তরুণ ফাস্ট বোলার। কোমরের নিচে ব্যথা, যাকে বলা হচ্ছে ফ্যাসিট জয়েন্ট ইনজুরি। এই ইনজুরিই এক বছর কেড়ে নিল হাসানের ক্যারিয়ার থেকে।
হাসান মাহমুদ
অবশেষে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ হচ্ছে ডানহাতি এ পেসারের। বিসিবির ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য গতকাল লন্ডনে গিয়েছেন হাসান। গতকাল রাতে দেশ ছেড়েছেন তিনি।
গত এক বছর ধরে বিসিবির মেডিকেল বিভাগ নানাভাবে রিহ্যাব করিয়েছে হাসানকে। বেশিরভাগ ক্ষেত্রে কনজারবেটিভ চিকিৎসায় চেষ্টা করা হয়েছে তাকে সুস্থ করতে। অর্থ খরচ করে হাসানকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করেনি বিসিবির মেডিকেল বিভাগ।
এ কারণে ২২ বছর বয়সী তরুণের ক্যারিয়ারে বড় বিরতি পড়েছে। ব্যথা কমলে মাঝে মধ্যে বোলিং করেছেন বটে, তবে কয়েকদিনের মধ্যেই আবার ব্যথার কারণে বোলিং বাদ দিতে হয়েছে। এবার বিপিএলও খেলতে পারেননি হাসান। আগামীতে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলা অনিশ্চিত। বাংলাদেশের হয়ে ৩টি ওয়ানডে ও ১টি টি-২০ খেলেছেন হাসান।