advertisement
আপনি পড়ছেন

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরটা ভুলে যেতে চাইবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের মাঠে টেস্টে ২-১ এর পর ৩-০ ব্যবধানে একদিনের সিরিজ হাতছাড়া করেছে লোকেশ রাহুল-বিরাট কোহলিরা। এরপর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে তারা। সমালোচনার বিপরীতে হেঁটে ভারতীয় দলের অবস্থান স্মরণ করিয়ে দিলেন সাবেক কোচ রবি শাস্ত্রী। 

india team 3দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের এমন হাসিমুখ খুব কমই দেখা গেছে

দুটি সিরিজ হেরে যাওয়ায় তীব্র সমালোচনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শাস্ত্রী। সাবেক ক্রিকেটারের বিশ্বাস, টানা হারের পরও দলটির মান কমে যায়নি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে ভারত বিশ্বের এক নম্বর দল। একটা সিরিজ হারলেই সমালোচনা শুরু হয়ে যায়। সব ম্যাচ তো আর জেতা সম্ভব না। দল কিছু ম্যাচ হারবে, কিছু জিতবে। হারলেও খেলার মান কমে যায় না।’

বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন শাস্ত্রী। সেই সাথে বিশ্বকাপ না জিততে পারলেও ডানহাতি ব্যাটসম্যানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে চান না এই ক্রিকেট বিশ্লেষক, ‘নিজের ইচ্ছাতেই কোহলি নেত্বত্ব ছেড়েছে। সেটাকে আমাদের সম্মান করা উচিত। সব কিছুর একটা সময় আছে। অনেক বড় ক্রিকেটার খেলায় মনোযোগ দেওয়ার জন্য নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। শচিন টেন্ডুলকার, সুনিল গাভাস্কার, মাহেন্দ্র সিং ধোনি এই কাজ করেছে। এবার কোহলি করল।’

ravi shastri 3রবি শাস্ত্রী

‘অনেক বড় ক্রিকেটারই বিশ্বকাপ জেতেনি। সেটা কোনো বিষয় না। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে- এরা কেউই বিশ্বকাপ জেতেনি। তাই বলে কি এরা খারাপ ক্রিকেটার? এটা দিয়ে বিবেচনা করা যাবে না। আমাদের কয়টা বিশ্বকাপজয়ী অধিনায়ক আছে। শচিন ছয়টি বিশ্বকাপ খেলার পর একটি জিতেছে।’ যোগ করেন শাস্ত্রী।