advertisement
আপনি পড়ছেন

বিপিএলের অষ্টম আসরে আর খেলা হচ্ছে না পেসার আল আমিন হোসেনের। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল সিলেট সানরাইজার্স। তবে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন তিনি। বিপিএলের শুরুতে অনুশীলনের সময় পায়ের ইনজুরিতে পড়েছিলেন আল আমিন। তাতেই বিপিএল শেষ হয়ে গেল ডানহাতি এ পেসারের।

al amin and alaudiin babuআল আমিন ও আলাউদ্দিন বাবু

আল আমিনের বদলি হিসেবে পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে দলে নিয়েছে সিলেট। আজ বুধবার সিলেটের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলও আল আমিনের বদলি হিসেবে সিলেট দলে আলাউদ্দিন বাবুর অন্তর্ভুক্তি অনুমোদন দিয়েছে।

কিছুদিন আগেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলে এসেছিলেন আল আমিন। দারুণ ফর্মেও ছিলেন অভিজ্ঞ এ পেসার। কিন্তু মাঠে নামার সুযোগই পেলেন না। তার পায়ের আঙুলে চিড় ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে অন্তত ৪ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

বিপিএলে সিলেটের সময়টা খারাপ কাটছে না। প্রথম ম্যাচে রান কম করায় কুমিল্লার কাছে হেরেছিল মোসাদ্দেক হোসেন সৈকতের দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল সিলেট হারিয়ে দিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকাকে।