advertisement
আপনি পড়ছেন

চট্টগ্রামে শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের, বিপিএল, অষ্টম আসরের খেলা। চট্টগ্রাম পর্বে সবগুলো দলেরই বিদেশি ক্রিকেটাররা চলে এসেছেন। শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখনও মঈন আলীকে পায়নি। চার ম্যাচের তিনটি হেরে চট্টগ্রাম গিয়ে খারাপ খবর পেয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা দল। করোনা আক্রান্ত হয়ে পড়েছেন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার ইসুরু উদানা।

isuru udana bplইসুরু উদানা, ফাইল ছবি

গতকাল ঢাকা দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানেই করোনা পজিটিভ রিপোর্ট এসেছে উদানার। ঢাকার ফিজিও এনামুল হক জানিয়েছেন, উদানা শারীরিকভাবে সুস্থ আছে। বড় কোনো উপসর্গ নেই তার। তিনি বলেন, ‘উদানা এখন ভালো আছে। তাকে আলাদা রুমে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শারীরিকভাবে সুস্থ আছে সে।’

নিজের করোনা আক্রান্ত হওয়ার খবরটি উদানা জানিয়েছেন শ্রীলঙ্কান গণমাধ্যমকে। সেখানে বিপিএলের জৈব সুরক্ষা বলয় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।

স্বাভাবিকভাবেই উদানাকে ছাড়াই আজ খেলতে হবে ঢাকা দলকে। অবশ্য কয়েকজন আফগান ক্রিকেটার দলে যোগ দেয়ায় সমস্যার মুখে পড়তে হবে না মাহমুদউল্লাহর দলকে। লঙ্কান বাঁহাতি পেসার উদানা অবশ্য ঢাকা পর্বে প্রত্যাশিত সার্ভিসও দিতে পারেননি ঢাকাকে।