বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মিনিস্টার ঢাকা। আগে ব্যাট করে লেন্ডল সিমন্সের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৫ রান তুলেছিল সিলেট। জবাব দিতে নেমে তামিমের পাল্টা সেঞ্চুরিতে ১৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম
বড় লক্ষ্য তাড়া করতে নেমে আহমেদ শেহজাদকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৭৩ রান যোগ করেন তামিম। ৩৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হন শেহজাদ। অপরাজিত ছিলেন তামিম। এই বাঁহাতির ব্যাট থেকে আসে ১১১ রান। ৬৪ বলের মোকাবেলায় ১৭ চারের পাশাপাশি ৪ ছয় হাঁকান বাংলাদেশ ওয়ানডে দলপতি।
টস হেরে আগে ব্যাট করতে নামে সিলেট। সিমন্স ছাড়া আর কোন ব্যাটসম্যান প্রতিপক্ষ বোলারদের ওপর ছড়ি ঘুরাতে পারেননি। ৬৫ বলে ১৪ চার ও ৫ ছয়ের মারে ১১৬ রান করেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন জাতীয় দলের বাইরে থাকা আনামুল হক বিজয়।
টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
প্রথম চার ম্যাচ শেষে ভালো অবস্থানে নেই ঢাকা। একটি জয়ের বিপরীতে তিনটিতেই হেরেছে রাজধানী পাড়ার ফ্র্যাঞ্চাইজিটি। এবারের সবচেয়ে সেরা দল গড়লেও মাঠের খেলায় এখনও সেই দাপট দেখাতে পারেনি ঢাকা।
টানা হারে এখনই পরের পর্বে যাওয়া নিয়ে চিন্তায় পড়ে গেছে ঢাকা। প্লে অফ নিশ্চিত করতে চাইলে জয়ের ধারায় ফেরার বিকল্প নেই তাদের সামনে। এমন সমীকরণে আজ সিলেটকে হারাতে মরিয়া থাকবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।
বিপিএলের অষ্টম আসরে সবচেয়ে দুর্বল গড় গড়েছে সিলেট। নিজেদের প্রথম ম্যাচে গত ২২ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ২ উইকেটে হেরেছে তারা। দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৭ উইকেটের উড়িয়ে পায় প্রথম জয়ের দেখা। সে আত্মবিশ্বাস নিয়ে ফের রিয়াদের দলকে হারাতে চাইবে উত্তর-পূর্বের ফ্র্যাঞ্চাইজিটি।