আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে আগামীকাল রোববার বাংলাদেশ সফরে আসছেন। দুই দিনের সফরে সকাল ১১টায় ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। বাংলাদেশ সফরে বিসিবির কিছু অবকাঠামো পরিদর্শন করবেন বার্কলে।
গ্রেগ বার্কলে
বিশেষ করে পূর্বাচলে ‘দ্য বোট’ খ্যাত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন আইসিসি চেয়ারম্যান। এছাড়া পরদিন সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে উপভোগ করবেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আজ শনিবার এই তথ্য জানিয়েছেন। আইসিসি চেয়ারম্যানের আগমন প্রসঙ্গে মিরপুর স্টেডিয়ামে বিসিবির এ পরিচালক বলেন, ‘কোনো কারণ নেই। এটা সৌজন্যমূলক। উনি কাল আসবেন, আমাদের কিছু অবকাঠামো পর্যবেক্ষণ করবেন।
‘শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম আছে, সেখানে যাবেন। কিছু আলাপ-আলোচনা হবে। উনার সঙ্গে একটা ডিনার আছে আমাদের কাল সন্ধ্যায়। আর ২৩ তারিখে উনি খেলা দেখবেন। এখানে এসে একঘণ্টা কিংবা প্রথম সেশন খেলা দেখবেন।’
নিউজিল্যান্ডের এই ক্রীড়া সংগঠক দুই বছর মেয়াদে আইসিসির শীর্ষ পদে রয়েছেন। আগামী অক্টোবরে বার্কলের মেয়াদ শেষ হবে।