advertisement
আপনি পড়ছেন

সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস অবশেষে শেষ হয়েছে। খালেদ আহমেদের বোলিং তোপে ১২৬.৩ ওভারে ৪০৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। ১৭৪ রানের লিড পেয়েছে উইন্ডিজরা। ১০৬ রানে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন খালেদ। ৩১.৩ ওভার বোলিং করেছেন তিনি। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

khaled got 5 wicketsখালেদের ৫ উইকেট

এর আগে বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন এবাদত হোসেন। সেটিই বাংলাদেশের হয়ে কোনো পেসারের টেস্টে ৫ বা তারও বেশি উইকেট পাওয়ার সর্বশেষ ঘটনা।

রোববার ম্যাচের তৃতীয় দিনে ৬৮ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। দিনের দ্বিতীয় ওভারে জশুয়া দা সিলভাকে এলবির ফাঁদে ফেলেন মিরাজ। তিনি ৯ রান করেন। আলজারি জোসেফকে (৬) ফেরান খালেদ।

তারপরই নামে বৃষ্টি। প্রকৃতির কান্নায় অনেকক্ষণ খেলা বন্ধ ছিল। বৃষ্টি থেমে খেলা শুরু হলে বাংলাদেশের গলার কাঁটা কাইল মেয়ার্সকে আউট করেন এই ডানহাতি পেসার। ১৪৬ রান (১৮ চার, ২ ছয়) করে শরীফুলের হাতে ক্যাচ দেন মেয়ার্স। অ্যান্ডারসন ফিলিপ (৯) শরীফুলের দ্বিতীয় শিকার হন। রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ। পরে জেডেন সিলসকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন খালেদ। গুটিয়ে দেন স্বাগতিকদের প্রথম ইনিংস। রোচ ১৮ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের খালেদ ৫টি, শরীফুল ২টি, মিরাজ ৩টি উইকেট নেন।