ইংল্যান্ডে যাওয়ার পর কোভিড টেস্টে পজিটিভ হন রোহিত শর্মা। প্রাণঘাতী ভাইরাস থেকে এখনও মুক্তি মেলেনি এই তারকা ক্রিকেটারের। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। এর মধ্য দিয়ে ইতিহাসের প্রথম বিশেষজ্ঞ পেসার হিসেবে টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন বুমরাহ।
জাসপ্রিত বুমরাহ
পেসার হিসেবে এর আগে সাদা পোশাকের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব (৩৪ টেস্ট), লালা অমরনাথ (১৫ টেস্ট), বিজয় হাজারে (১৪ টেস্ট) ও গুলাব্রাই রামচাঁদ (৫ টেস্ট)। তবে তারা প্রত্যেকেই মূলত সিমিং অলরাউন্ডার ছিলেন।
একমাত্র টেস্টকে সামনে রেখে গত সপ্তাহে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল ভারত। সেখানেই ঘটে বিপত্তি। গা গরমের ম্যাচ চলাকালীন করোনা আক্রান্ত হওয়ার খবর পান রোহিত। এরপর থেকে হোটেল রুমে আইসোলেশনে আছেন হিটম্যান।
এখনও সুস্থ হয়ে উঠেননি রোহিত
রোহিত করোনা আক্রান্ত হওয়ায় দেশ থেকে মায়াঙ্ক আগারওয়ালকে উড়িয়ে নিয়ে আসে টিম ইন্ডিয়া। এদিকে একাধিক কোভিড টেস্টেও নেগেটিভ হতে পারেননি রোহিত। এজন্য সহ অধিনায়ক বুমরাহ’র ওপরেই ভরসা রাখছে সফরকারী দল। পিটিআইকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআইয়ের এক কর্মকর্তা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। একাধিক কোভিড টেস্টে পজিটিভ এসেছে। বর্তমানে আইসোলেশনে আছেন। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া জাসপ্রিত বুমরাহ দলকে নেতৃত্ব দেবেন।’
গত বছর ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অসম্পূর্ণ রেখেই ফিরে আসে ভারত। করোনার কারণে খেলা হয়নি সিরিজের শেষ ম্যাচ। আগামী ১ জুলাই সে ম্যাচটি খেলতে এজবাস্টনে বেন স্টোকস বাহিনীর মোকাবেলায় মাঠে নামবে ভারত।