advertisement
আপনি পড়ছেন

রেফারির সঙ্গে অসাদাচরণের অভিযোগে আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক লিওনেল মেসিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এটা পুরোনো খবর। নতুন খবর হলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আপিলের শুনানিতে কমতে পারে মেসির শাস্তি।

messi hiruyen beat venezuela to enter semi of copa america

আর্জেন্টাইন সমর্থকদের জন্য এমন একটি আশার বাণী শুনিয়েছেন সে দেশের ফুটবল সংস্থার নতুন প্রধান ক্লদিও তাপিয়া। তিনি বলছেন, ‘মেসি এরই মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচ মিস করেছে। আমাদের আপিল সফল হলে ওকে শুধু আর একটা ম্যাচ বাইরে থাকতে হবে।’

ক্লদিও তাপিয়া আরো জানিয়েছেন, আগামী মাসের চার তারিখে জুরিখে ফিফার সদর দপ্তরে মেসির শাস্তির বিরুদ্ধে আপিলের শুনানি হবে। সেখানে মেসিকে উপস্থিত থাকতে বলেছে ফিফা।

মেসি এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এরই মধ্যে নিজেদের যুক্তিগুলো গুছিয়ে নিচ্ছেন বলে জানা গেছে। মেসি অবশ্য শাস্তি ঘোষণার দুদিন পরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। জানিয়েছেন যে, রেফারির সঙ্গে অসাদাচরণ বলে যে ব্যাপারটিকে চিহ্নিত করা হয়েছে, সেটা আসলে তা নয়।