advertisement
আপনি পড়ছেন

জিনেদিন জিদান কোচের চেয়ারে বসার পর থেকেই রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে ছাড়া গত মৌসুমে সম্ভাব্য সব শিরোপাই জিতেছে মাদ্রিদের দলটি। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আগামীর মৌসুমে আরো একবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে নেয়ার প্রস্তুতি নিচ্ছে রিয়াল। আর সেখানেই এমন এক লজ্জা পেতো হলো, গত এক বছরে যা পায়নি জিদানের দলকে! ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলে হেরেছে তারা। 

real madrid vs manchester city

মৌসুম শুরুর আগ প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ খেলছে ক্লাবগুলো। রিয়ালের হার এই টুর্নামেন্টে। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোন ম্যাচে নয়। তারপরও, হোক না প্রস্তুতি ম্যাচ। রিয়ালের জালে চার গোল বড় আশ্চর্যই। গত মৌসুমের কোন ম্যাচেই চার গোল খায়নি রিয়াল।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে জিনেদিন জিদান যে দুর্বল দল সাজিয়েছিলেন তেমনটাও নয়। ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া অন্য তারকাদের সবাই ছিলেন। আক্রমণভাগে গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ইসকো। সাথে লুকা মডরিচ, কাসেমিরো, মার্সেলো সবাই ছিলেন। কিন্তু দাঁড়াতেই পারল না রিয়াল!

ম্যাচের ৯০ মিনিটে অস্কার গোল করলে হারের ব্যবধানটা কমে ৪-১ হয়েছে, এই যা। পুরো ম্যাচে তারকা সমৃদ্ধ রিয়লকে নাচিয়ে  ছেড়েছেন সিটিজেনরা।

পাঁচ গোলের ম্যাচে প্রথমার্ধে অবশ্য গোল হয়নি। ৫২ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে নেন নিকোলাস ওটামেন্ডি। সাত মিনিট পর ব্যবধান ৫৯ করেন রাহিম স্টার্লিং। ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থাতেই ৬২ মিনিটে একাদশের নয় জনকে বদল করে ফেলেন জিদান।

যাতে পরে আরো দুই গোল তুলে নিতে পেরেছে ম্যানচেস্টার সিটি। ৬৭ মিনিটে জন স্টোনসের গোলে ৩-০ তে এগিয়ে যায় রিয়াল। ৮১ মিনিটে ব্যবধান ৪-০ করেন ব্রাহিম ডিয়াজ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অস্কার এক গোল করলে শেষ পর্যন্ত ৪-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।