উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও পিএসজি। দলীয় ঐতিহ্য, অর্জনে পিএসজির চেয়ে যোজন যোজন এগিয়ে রিয়াল। দলীয় শক্তির বিচারেও এগিয়ে মাদ্রিদের ক্লাবটি। তবে সম্প্রতিক ফর্মে বেশ পিছিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাবটি।
চলতি মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ছন্দহীন জিনেদিন জিদানের দল। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে লিগ পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। কোপা দেল রে থেকেও ছিটকে পড়তে হয়েছে। পুঁচকে দলগুলোর বিপক্ষে হেরে যাচ্ছেন রোনালদো-বেল-বেনজেমারা।
অপর দিকে, চলতি মৌসুমের আগে নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়ে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে পিএসজি। এডিনসন কাভানি আগে থেকেই ছিলেন। নেইমার-এমবাপ্পে-কাভানি মিলে প্রতিপক্ষকে কাঁপিয়ে যাচ্ছেন। অনেকে বলছেন, দুই ক্লাবের এমন বিপরীতিমূখী অবস্থার কারণে পিএসজিই ফেভারিট।
রিয়ালকে শেষ ষোলে থেকে বিদায় করে দিবে পিএসজি, এমন কথা অনেকে মুখে। তাদের দলে যোগ দিলেন এবার বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার জাভিও। স্প্যানিশ মিডফিল্ডারের মতে, ‘আমার মনে হয় পিএসজি ফেভারিট থাকবে তাদের ফর্ম বিবেচনায়, রিয়ালের ফর্ম বিবেচনাতেও।’