advertisement
আপনি পড়ছেন

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর যেন আকাশে উড়ছেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। গোল করা, পাস দেয়া আর প্লে-মেকার হিসেবে প্রতিনিয়তই আলো ছড়াচ্ছেন এই সুপারস্টার। তার গোল মানেই যেনো ভক্তদের উন্মাদনা। কিন্তু গত শনিবার একটি ম্যাচে তারই করা একটি গোল বাতিল করে দেয়া হয়েছে।

barcelona neymar

শনিবার তুলুজের বিপক্ষে পিএসজির জয় পাইয়ে দেয়া একমাত্র গোলটি লেখা ছিল নেইমারের নামে। কিন্তু গোলটি নিয়ে সংশয় থাকায় ফরাসি লিগ কর্তৃপক্ষ গোলটিকে আত্মঘাতী হিসেবে ঠিক করেছে। ফলে নেইমারের ঝুলি থেকে কমে গেলো একটি গোল।

ফ্রান্স শীর্ষ লিগে গত শনিবার অপেক্ষাকৃত দুর্বল তুলুজের মাঠে ১-০ গোলে কষ্টার্জিত জয় পায় পিএসজি। সেই ম্যাচে নেইমারের নেয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডার ইসা দিয়োপের গায়ে লেগে জালে জড়ায়। কিন্তু রেফারি গোলটিকে নেইমারের গোল হিসেবে স্বীকৃতি দেয়।

ঘটনার দুই দিন পর জানা যায়, লিগ কর্তৃপক্ষ বিশ্লেষণ করে দেখেছে গোলটি আসলে আত্মঘাতী। ফলে গোলটি আর নেইমারের থাকছে না। লিগ ওয়ানে নেইমারের গোল ১৯টি থেকে কমে গিয়ে দাঁড়ালো ১৮তে। অন্যদিকে পিএসজিতে তার সতীর্থ স্ট্রাইকার এডিনসন কাভানির গোল সংখ্যা ২১।