মাদ্রিদের হারটা পিএসজিকে অনেকদিনই পোড়াবে। প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের রাস্তা পাকা করতে এসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হেরে ফিরেছে ফরাসি ক্লাবটি। তবে সেই হতাশা নিয়ে বসে থাকার সুযোগ নেই নেইমার-কাভানি-এমবাপ্পেদের। আজই লিগ ম্যাচ খেলতে মাঠে নেমে পড়তে হচ্ছে তাদের।
এ দিকে, চ্যাম্পিয়ন্স লিগে চেলসির মুখোমুখি হওয়ার আগে আজ লিগ ম্যাচ খেলতে নামছে বার্সেলোনাও। ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের মতো জনপ্রিয় দলগুলোও মাঠে নামছে আজ। চলুন দেখে নেওয়া যাক কখন এবং কোন চ্যানেলে দেখা যাবে বার্সেলোনা, পিএসিজ, ম্যানইউ, বায়ার্নের আজকের ম্যাচগুলো।
স্প্যানিশ লা লিগার ম্যাচে এইবারের রাউন্ডে মুখোমুখি হচ্ছে আজ বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে এইবারের মাঠে শুরু হবে খেলা। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-টু।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ স্ত্রাসবুর্গ। ম্যাচটি অনুষ্ঠিত হবে পিএসজির মাঠেই। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে, সরাসরি সম্প্রচার করবে সনি টেন-ওয়ান।
এ দিকে, জার্মান বুন্দেসলিগার ম্যাচ খেলতে বায়ার্ন মিউনিখ মাঠে নামছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। প্রতিপক্ষ ভলফসবুর্গ। স্টার স্পোর্টস সিলেক্ট-ওয়ান ও সিলেক্ট এইচডি-ওয়ান দেখাবে ম্যাচটি।
ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে এফএ কাপের ম্যাচ খেলতে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় ম্যানইউয়ের প্রতিপক্ষ হাডার্সফিল্ড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন চ্যানেল।