advertisement
আপনি পড়ছেন

আগামী রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটার আগে এখনো পাক্কা চার মাস বাকি। বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের দল ফিফার কাছে জমা দেয়া যাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। আবার সেখান থেকে ২৩ সদস্যের চূড়ান্ত দল বানিয়ে নিতে সময় পাওয়া যাবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। কিন্তু ব্রাজিল কোচ তিতে গত পরশুই জানিয়ে দিলেন রাশিয়া বিশ্বকাপের ১১ জনের সেরা একাদশ! ব্রাজিল কোচের হয়তো তর সইছে না!

neymar coutinho jesus

২০১৬ সালের জুনে দায়িত্ব নিয়েছিলেন ব্রাজিলের। কার্লোস দুঙ্গার অধীনে সেই সময়টাতে বেশ ধুঁকছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু তিতে কোচের চেয়ারে বসার পরই যেন দৃশ্যাপট হঠাৎ পাল্টে গেল। নিয়মিত জয়ের পাশাপাশি ব্রাজিলের খেলায় ফিরিয়ে এনেছেন সাম্বার ছন্দও। তিতের অধীনে নেইমারদের নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন অনেক আগ থেকেই দেখছেন সাধারণ ব্রাজিলিয়ানরা।

তিতে নিজেও বসে নেই। বিশ্বকাপের রণকৌশল সাজাতে কতোটা ব্যস্ত সময় পার করছেন ব্রাজিল কোচ চূড়ান্ত দল বলে দেয়াতেই তার প্রমাণ মিলছে! ব্রাজিলের জনপ্রিয় ওয়েবসাইট ইউওএল এস্পোর্তেকে দীর্ঘ এক সাক্ষাৎকারে তিতে বলেন, ‘যে ১১ জন খেলবে, তারা হলো-অ্যালিসন, মার্সেলো, মিরান্দা, মারকিনিওস, দানি আলভেজ, পাওলিনহো, রেনাতো অগুস্তো, কাসেমিরো, নেইমার, কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।’

brazil best XI

এটা সেরা একাদশ। ১৫ জনের দলে বাকি চারজন কে থাকবেন সেটাও বলে দিয়েছেন ব্রাজিল কোচ, ‘১৫ জনের বাকি চারজন রবার্তো ফিরমিনো, থিয়েগো সিলভা, ফার্নান্দিনহো ও উইলিয়ান।’ ২৩ সদস্যের চূড়ান্ত দল কেমন হবে? ২৩ সদস্যের চূড়ান্ত দল নিয়েও কথা বলেছেন তিতে। বলেছেন, ‘(২৩ জনের) তালিকাটা একদিকে খোলা, অন্যদিকে বন্ধ।’ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা, সার্বিয়া ও সুইজারল্যান্ড।