পিএসজির ম্যাচটাই হয়তো বদলে দিল রিয়াল মাদ্রিদকে! মৌসুমের প্রথম ভাগ থেকে রীতিমতো ধুঁকছিল জিনেদিন জিদানের দল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ পিএসজির ম্যাচটা সামনে চলে আসতেই যেনো ছন্দ খুঁজে পেয়েছে মাদ্রিদের ঐতিহ্যবাহী ক্লাবটি! রিয়ালের সেই ছন্দময় ফুটবল চলছে এখনো।
ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ আজ লিগ ম্যাচ খেলতে মাঠে নামছে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় এস্পানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। খেলাটি সরাসরি দেখা যাবে সনি টেন-২ চ্যানেলে। রিয়াল সমর্থকরা রাত জাগার প্রস্তুতি নিচ্ছেন তো। দাপুটে রিয়ালকে দেখার লোভ যাদের তারা হয়তো রাত জাগতে আলসেমি করবেন না!
গত কয়েকটা ম্যাচ রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোও দারুণ ফুটবল উপহার দিয়েছেন। সর্বশেষ পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ গোল দিয়েছে রিয়াল মাদ্রিদ। অপর দিকে গোল হজম করেছে মাত্র ৭টি। রোনালদো নিয়েমিত গোল করছেন, তার সাথে গ্যারেথ বেলও ফর্মে ফেরার আভাস দিচ্ছেন। সর্বশেষ ম্যাচে গোল পেয়েছেন করিম বেনজেমাও।
আজ তুলনামূলক কম শক্তিশালী এস্পানিওলের বিপক্ষেও হয়তো দেখা যাবে রোনালদো-বেল-বেনজেমার দাপট। তবে দাপট দেখিয়ে এস্পানিওলকে গোল বন্যায় ভাসিয়ে দিলেও কিন্তু লিগ পয়েন্ট টেবিলে অনেকটা দূরে পরে থাকবে রিয়াল। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। অপর দিকে ২৫ ম্যাচে বর্তমানে ৫১ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। টেবিলের তিন নম্বরে জিদানের দল।