প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালেন টনি ক্রুস ও লুকা মডরিচ। ৬ মার্চ প্যারিসে ফিরতি লেগে এ যুগলের মাঠে নামা অনিশ্চিত। ইনজুরিতে ভুগছেন দুজনই।
রিয়াল মাদ্রিদের মধ্য মাঠের সেরা দুই ফুটবলার ক্রুস ও মডরিচ। দলের অধিকাংশ আক্রমণের উৎস তারাই। চোটাক্রান্ত দুজনকেই তাই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী ম্যাচে খুব করে চাইছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
সাংবাদ মাধ্যমকে ফ্রেঞ্চ কোচ বলেছেন, ‘এটা দারুণ একটা সংবাদ যে শনিবার আমরা মার্সেলোকে পাচ্ছি। ক্রুস এবং মডরিচকেও আমি শতভাগ ফিট চাই। কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না যে মঙ্গলবার (ম্যাচের দিন) কী হয়।’
চ্যাম্পিয়নস লিগে ধারাবাহিক পারফর্ম করলেও লা লিগার এবারের মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছে না রিয়াল মাদ্রিদ। তাদের শিরোপা সম্ভাবনা নেই বললেই চলে। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের দূরত্ব এখনো ১৫ পয়েন্টের। তবু আকাশ-কুসুম স্বপ্ন দেখছেন রিয়াল কোচ জিদান। বলেছেন, ‘মানুষ মনে করছে আমাদের সম্ভাবনা শেষ হয়ে গেছে। কিন্তু ফুটবলে শেষ কথা বলে কিছু নেই। অবশ্যই আমাদের জন্য লা লিগা জেতা কঠিন, কিন্তু অসম্ভব নয়।’
রিয়াল কোচ কেন হাল ছাড়ছেন না সেটার একটা ব্যাখ্যাও দিয়েছেন, ‘যদি রোববার অ্যাটলেটিকো (মাদ্রিদ) জেতে তাহলে বার্সার সঙ্গে তাদের ব্যবধান হবে দুই পয়েন্টের। এরপর কী হয় আপনি বলতে পারবেন না। কাজেই লা লিগায় শিরোপা লড়াই এখনো শেষ হয়নি। মৌসুমের শেষ দিন পর্যন্ত আমি আশাবাদী।’
গেটাফে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলেন এমনই আশার কথা কথা শুনিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। শনিবার এই দলটার বিপক্ষে পিএসজি ম্যাচের প্রস্তুতি সারবে বর্তমান চ্যাম্পিয়নরা।