হঠাৎ ছন্দহারা বার্সেলোনার সামনে আজ বড় এক পরীক্ষা। চলতি স্প্যানিশ লা লিগায় সবচেয়ে বড় বাঁধা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামতে হবে কাতালান ক্লাবটিকে। রাতে মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর লড়াইটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কখন কোন চ্যানেলে দেখা যাবে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠের লড়াই।
বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরু হবে ম্যাচটি। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা-অ্যাটলেটিকোর এই হাইভোল্টেজ লড়াইটি সরাসরি দেখা যাবে সনি টেন-২ চ্যানেলে।
মৌসুমের প্রথম থেকে উড়তে থাকা বার্সেলোনার সম্প্রতি সময়টা বেশ বাজেই কাটছে। সর্বশেষ ৫ ম্যাচে হারিয়েছে ৬ পয়েন্ট। লিগের প্রথম ২১ ম্যাচ মিলে যেখানে ড্র ছিল মাত্র তিনটি, সেখানে গত পাঁচ ম্যাচেই আরও তিন ড্র করেছে বার্সেলোনা। এমন অবস্থা নিয়ে আজ মুখোমুখি হতে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগেও আজ হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট-১ ও সিলেক্ট এইচডি-১ চ্যানেল। সন্ধ্যা সাড়ে ৭টায় একই চ্যানেলে দেখা যাবে ব্রাইটন ও আর্সেনালের লড়াই।
ইতালিয়ান সিরি ‘এ’ লিগে আজ রাতে রোমাঞ্চকর মিলান ডার্বি। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে মুখোমুখি হচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-১ চ্যানেল। এদিকে বায়ার্ন মিউনিখ মাঠে নামছে রাত ১১টায়। প্রতিপক্ষ ফ্রাইবুর্গ, ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্টোর্টস সিলেক্ট-২ ও সিলেক্ট এইচডি-২ চ্যানেলে।