advertisement
আপনি পড়ছেন

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মাস আড়াই পর রাশিয়ায় বসছে ক্রীড়া বিশ্বের অন্যতম সেরা আসরটি। বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে উঠেপড়ে লেগেছে দলগুলো। এই প্রস্তুতির অংশ হিসেবেই আজ মাঠে নামছে সেরা দলগুলো। চলুন দেখে নেওয়া যাক কখন কোন চ্যানেলে দেখা যাবে জনপ্রিয় দলগুলোর মাঠের লড়াই।

argentina messi practices 2017

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২ চ্যানেল।

এদিকে, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে খেলাটি। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-১ চ্যানেল।

spen practices pique ramos

আজ রাতে নিজ নিজ ম্যাচ খেলতে মাঠে নামবে দক্ষিণ এশিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে থাকা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনাও। ব্রাজিল, আর্জেন্টিনার ম্যাচ মানেই অন্য রকম একটা আগ্রহ, উন্মাদনা। কিন্তু এবার বাংলাদেশি সমর্থকদের সেই উন্মাদনার পুরোটা গায়ে মাখা হচ্ছে কই! বাংলাদেশে সম্প্রচারিত হয় এমন কোনো চ্যানেল দেখাবে না ব্রাজিল, আর্জেন্টিনার আজকের ম্যাচ দুটি।

অর্থাৎ বাংলাদেশি সমর্থকদের জন্য অনলাইনই এখন ভরসা লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ফিলিপে কুতিনহো, উইলিয়ানদের ফুটবল কারিশমা দেখার জন্য। বাংলাদেশ সময় রাত ১০টায় রাশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। অার রাত ১টা ৪৫ মিনিটে ইতালির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।