আন্তর্জাতিক ব্যস্ততার কারণে অনেকটা থমকে দাঁড়িয়েছিল ক্লাব ফুটবল। সেই ব্যস্ততা আপতত শেষ, ফলে স্বাভাবিকভাবে আবারও শুরু হয়ে যাচ্ছে ক্লাব ফুটবলের রোমাঞ্চ। আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো বিশ্বসেরা ক্লাবগুলো। চলুন দেখে নেওয়া যাক কখন কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচগুলো।
স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় লাস পালমাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। দুটি খেলাই দেখা যাবে সনি টেন-২ চ্যানেলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল খেলতে নামবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। রাত ৮টায় ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে সোয়ানসি সিটির বিপক্ষে। ম্যানচেস্টার সিটি এভারটনের বিপক্ষে খেলতে নামবে রাত সাড়ে ১০টায়। এই তিনটি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট-১ চ্যানেলে।
বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখ চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। খেলাটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট-২ চ্যানেলে।
এদিকে ইতালিয়ান সিরি ‘এ’ লিগে জুভেন্টাস মুখোমুখি হচ্ছে এসি মিলানের। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে সনি টেন-১ চ্যানেলে। নাপোলি-সাসসুয়োলোর ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। এই ম্যাচও সরাসরি সম্প্রচার করবে সনি টেন-১ চ্যানেল।