হংকংয়ে চলছেই বাংলাদেশের গোল উৎসব। গতকাল মালয়েশিয়াকে ১০-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইরানকেও কাঁদিয়ে ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। হংকংয়ে অনুষ্ঠিত চার জাতি জকি কাপ ফুটবলে ইনরানকে আজ ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে তহুরা খাতুন, আনুচিং, শামসুন্নাহাররা।
গত সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল। তাদের কাছে যে বড় কিছুর প্রত্যাশা করা যায় সেটা সাফেই বুঝিয়ে দিয়েছিলেন ছোট্ট মেয়েগুলো। হংকংয়ে পরপর দুই ম্যাচে বড় সাফল্যই এনে দিলেন তহুরা-শামসুন্নাহাররা।
বিশ্ব নারী ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০২ নম্বরে। আর ইরানের অবস্থান ৫৮ নম্বরে। অর্থাৎ ৪৪ ধাপ এগিয়ে ইরান। তবে মাঠের খেলাতে এই এগিয়ে থাকার লেশ মাত্র বুঝা গেল না। বাংলাদেশের মেয়েরা বুঝিয়ে দিয়েছেন অনেক সময় র্যাঙ্কিংয়ের এই হিসেব গাণিতিক সংখ্যা মাত্র!
বাংলাদেশের হয়ে আজ হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। আগামীকাল নিজেদের শেষ ম্যাচ খেলতে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারী মেয়েরা।