advertisement
আপনি দেখছেন

স্বপ্নপূরণের জন্য বিশ্ব রেকর্ড গড়ে নেইমারকে কিনেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি ক্লাবটির আশা পূরণ হয়নি। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে টানার পরও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি পিএসজি। পরপর দুবার নক আউট পর্বের শুরুতেই বিদায় নিয়েছে তারা।

neymar psg star

পিএসজির জন্য সবচেয়ে হতাশার কথা হচ্ছে- চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে পায়নি। দুটি আসরেই চোটের কারণে পিএসজির বাঁচা-মরার লড়াইয়ে খেলতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান তারকা দর্শক সারিতে বসে দেখেছেন দলের বিদায়।

গত জানুয়ারিতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে স্ট্রসবার্গের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতে লিগে খুব একটা সমস্যা হয়নি পিএসজির। কিন্তু ফরাসি জায়ান্টদের আসল স্বপ্নটাই ভেঙে গেছে। ক্লাবের স্বপ্নভাঙার পর ফিরে এলেন এই স্ট্রাইকার।

ইনজুরির কারণে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচও খেলতে পারেননি নেইমার। পায়ের ইনজুরি সেরে অবশেষে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান সেনসেশন। আজ পিএসজির অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন নেইমার। আশা করা হচ্ছে মৌসুমের বাকি সময় খেলে যেতে পারবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আজ নঁতের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে মাঠে নামবেন নেইমার।