advertisement
আপনি দেখছেন

‘বয়স কতো হয়েছে সেটার একটা হিসেব তো আছেই। এই মুহূর্তগুলোকে খুব উপভোগ করছি আমি, কারণ অবসরের সময় ঘনিয়ে আসছে।’ রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অরের পুরস্কার হাতে নিয়ে পরশু আলোঝলমলে মঞ্চে কথাটা বলেছিলেন লিওনেল মেসি। এই কথাতেই রাতের ঘুম হারাম হওয়ার জোগাড় মেসিভক্তদের!

messi 6th ballon d or

তবে কী অল্প দিনের মধ্যেই অবসরে যাচ্ছেন মেসি? কয়েক মাস আগে বার্সেলোনার লম্বা সময়ের চুক্তির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। সব মিলিয়ে বিভিন্ন কথা উঠছিল ফুটবল বিশ্বে। তবে মেসির ক্লাব সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ বললেন কথাগুলো ‘ভুল বুঝেছে’ সবাই।

উরুগুয়ান তারকার ভাষ্য, ব্যালন ডি’অর জয়ের আনন্দে উত্তেজিত ছিলেন মেসি। ফলে কথাগুলো গুছিয়ে বলতে পারেননি। সুয়ারেজের আশা, মেসি আরও অনেকদিনই ফুটবল খেলবেন।

বার্সেলোনা স্ট্রাইকার বিইন স্পোর্টসকে বলেন, ‘আমি মনে করি, মেসির কথাগুলো ভুলভাবে বুঝেছে সবাই। কারণ প্রথমত আপনাকে বুঝতে হবে যে সে তখন ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছিল। ও খুবই খুশি ছিল এবং উত্তেজিত ছিল। সে-ও তো আমাদের মতো মানুষ। মেসি আরও অনেকদিনই খেলবে।’

সুয়ারেজের কথা সত্য হলেই হয়। আরও অনেকদিন তাহলে মেসির দুপায়ের ফুটবল কারিশমা দেখা যাবে।