advertisement
আপনি দেখছেন

ইতিহাস গড়া রেকর্ড ষষ্ঠ (সর্বোচ্চ) ব্যালন ডি’অর জয়ের রাতেই অবসরের একটা ইঙ্গিত দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ক জানান শারীরিক ও মানসিক শক্তিতে কুলিয়ে উঠতে না পারলে বুট জোড়া তুলে রাখবেন তিনি। ফুটবলে বিষাদের সেই দিনটি কবে আসবে?

leo messi ernesto valverde

উত্তর এখনই দেওয়া মুশকিল। তবে মেসি খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানলে সেটা বার্সেলোনার জন্য হবে বড়সড় একটা ধাক্কা। কিন্তু অধিনায়ক স্থায়ীভাবে নির্বাসনে চলে গেলে সেটা নিয়ে বার্সার ভাবনার কিছু নেই। দলটির প্রধান কোচ এরনেস্তো ভালভার্দে মেসির অবসর প্রসঙ্গকে স্বাভাবিকভাবেই দেখছেন।

শনিবার রাতে লা লিগায় রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগে শুক্রবার সাংবাদিক বৈঠকে ভালভার্দে বলেছেন, ‘এটাই প্রকৃতির নিয়ম (মেসির অবসর ভাবনা)। এটা স্বাভাবিক একটা বিষয়।’

বার্সা কোচের কাছে কেন এটা সাধারণ আট-দশটা ঘটনার মতো মনে হয়েছে সেটার ব্যাখাও দিয়েছেন তিনি। ভালভার্দে বলেছেন, ‘লিওর (লিওনেল মেসি) বয়স ৩২ এবং কিন্তু আমার মনে হয় না ও অবসরের কথা ভাবছে। ও ভবিষ্যতের কথা বলছে।’

বার্সা প্রধান কোচ আরো বলেছেন, ‘যখন একজন খেলোয়াড়ের বয়স ৩০ পার হয়ে যায় তখন তার শেষের শুরু হয়। প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। মেসিও তাই করছে। এটা আপনাকে স্বাভাবিকভাবেই দেখতে হবে। কারণ এমন নয় যে, মেসি তিনদিন পরই অবসর নেবে। এখন সময়টা মেসির। সময়টা ও উপভোগ করছে।’