advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় আট মার্চ অবধি ইতালিয়ান লিগের সকল খেলা স্থগিত করছে সিরি এ কর্তৃপক্ষ। এর ফলে লীগে আটলান্টা বনাম লাজিও, বোলোগনা বনাম জুভেন্টাস, ইন্টার মিলান বনাম সাসুওলো এবং হেলাস ভেরোনা বনাম নাপোলির ম্যাচসহ ছয়টি ম্যাচ পিছিয়েছে।

seriea222

ইতালিতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত মোট মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৪ জনে। ভাইরাসে সংক্রমিত আরও পাঁচ জন মারা যাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এ ছাড়া ইতালির তৃতীয় বিভাগের ক্লাব ইউএস পিয়ানিসের এক খেলোয়াড়ও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

এর আগে গত সপ্তাহের চারটি ম্যাচ স্থগিত করা হয়। এবার নতুন করে ছয়টি ম্যাচ স্থগিত করা হলো।