advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের আক্রমণে টালমাটাল অবস্থা ইতালির। দেশটির ক্রীড়াঙ্গন হয়ে পড়েছে রীতিমতো এলোমেলো। একের পর এক স্থগিত হয়ে পড়ছে ম্যাচ। এরই ধারাবাহিকতায় এবার স্থগিত হলো নাপোলি ও ইন্টার মিলানের মধ্যকার ইতালি কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিও।

napoli inter

নাপোলির মাঠে বৃহস্পতিবার রাত পৌনে ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু করোনার প্রকোপে তা স্থগিতের ঘোষণা দিয়েছে নেপলস নগরের কর্তৃপক্ষ। দল দুটির প্রথম লেগের লড়াইয়ে ১-০ গোলের জয় পেয়েছিল নাপোলি। এর আগে জুভেন্টাস ও এসি মিলান মধ্যকার ম্যাচটিও স্থগিত করে দেয় তুরিন নগর কর্তৃপক্ষ।

করোনা আক্রমণে ইউরোপের মধ্যে ইতালির অবস্থাই সবচেয়ে খারাপ। মৃতের সংখ্যা ১০৭। আক্রান্ত রোগী ৩০৮৯ জন। দেশটির তিনটি অঞ্চল লম্বার্ডি, ভেনেতো ও এমিলিয়া রোমাগনাতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুই রাজ্যে ইতালি ফুটবলের শীর্ষ লিগ সেরি আ-র ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে।