advertisement
আপনি দেখছেন

লা লিগায় সর্বশেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে লিগ টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। মাঠের সময়টা খারাপ যাওয়ার সাথে সাথে চোটে আক্রান্ত ফু্টবলারের তালিকাও লম্বা হচ্ছে সেতিয়েনের বার্সার। সে তালিকায় সর্বশেষ সংযোজন মিডফিল্ডার আর্থার মেলো।

arthur melo

এই ব্রাজিলিয়ানের গোড়ালিতে চোট পাওয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত করে বার্সা। তবে কবে নাগাদ তিনি ফিরবেন তা জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, আর্থারের সুস্থ হয়ে ফিরতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।

চোটের জন্য ইতোমধ্যে দলের বাইরে রয়েছেন লুইস সুয়ারেজ, উসমান ডেম্বেলে ও সার্জিও ররার্তো।

জাতীয় দল ব্রাজিল ও ক্লাবের হয়ে একাধিক ম্যাচ মিস করবেন মিডফিল্ডার আর্থার। এরমধ্যে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের গুরুত্বপুর্ণ ম্যাচও রয়েছে।

sheikh mujib 2020