advertisement
আপনি দেখছেন

করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বের বিভিন্ন স্থানে ক্রীড়া ইভেন্ট স্থগিত হলেও বন্ধ হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ম্যাচ। তবে ম্যাচগুলোতে কোনো দর্শক উপস্থিত হতে পারবেন না। সবাইকে টেলিভিশনের পর্দায় ম্যাচ উপভোগ করতে হবে।

messi neymar psg 1

ফলে আগামী বুধবার প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ম্যাচে কোনো দর্শক মাঠে উপস্থিত থাকতে পারবেন না। তাই হোম ভেন্যুতে দর্শক শূন্য মাঠেই খেলতে হবে নেইমার-এমবাপ্পেদের।

এছাড়া আগামী ১৮ মার্চ ফিরতি পর্বে নিজেদের হোম ভেন্যুতে দর্শক শূন্য মাঠেই সফরকারী নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। ফলে হোম এডভান্টেজ ছাড়াই খেলতে হবে মেসি-সুয়ারেজদের।

ক্লাবের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, শেষ ষোলোর প্রথম লেগে বরুশিয়ার মাঠে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয় পিএসজি। অন্যদিকে নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসির বার্সেলোনা।

sheikh mujib 2020