advertisement
আপনি দেখছেন

ক্রিশ্চিয়ানো রোনালাদো এবার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন। নিজ দেশ পর্তুগালে করোনাভাইরাস মোকাবেলায় নিজের দুটি বিলাসবহুল হোটেলকে ছেড়ে দিচ্ছেন হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য।

ronaldo hotel

স্প্যানিশ দৈনিক মার্কার তথ্যমতে, সোমবার থেকে পর্তুগালে রোনালদোর দুটি হোটেল ব্যবহৃত হবে হাসপাতাল হিসেবে, যাতে করোনাভাইরাসে আক্রান্তরা বিনামূল্যে সেবা নিতে পারেন। হাসপাতালের যাবতীয় খরচ বহন করবেন রোনালদো। অর্থাৎ রোগীদের পেছনে ব্যয় হওয়া অর্থ ছাড়াও এখানে যারা কাজ করবেন তাদের পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধাদির বিষয়ও রোনালদোই দেখবেন।

হোটেল দুটির অবস্থান লিসবন এবং মাদেইরাতে।

বর্তমানে নিজ জন্মস্থান মাদেইরাতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। তার সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনার ব্যাপারে সতর্কতামূলক বার্তা দেন রোনালদো। ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘বিশ্ব এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সকলের মনোযোগী ও যত্নবান হওয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্রশাসনের নির্দেশনা মেনে আমাদের পরবর্তী পদক্ষেপ নেয়া উচিৎ।’